Make Money Online

Wednesday, 18 October 2017

গুগল এ্যাডসেন্স এ্যাকাউন্ট ভেরিফাই করার সবচেয়ে সহজ পদ্ধতি



সবাই কেমন আছেন, আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূণ একটি বিষয় শেয়ার করবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি!


আপনাদের অনেকেরই ইউটিউভ চ্যানেল কিংবা এ্যাডসেন্স এ্যাকাউন্ট আছে। তবে বিভিন্ন ধরণের ভূলের কারণে এ্যাডসেন্স এর পিনটা পাননি! ফলে আপনার গুগল এ্যাডসেন্স এ্যাকাউন্ট এর টাকাটা আপনি পাচ্ছেন না! যাঁরা উপরে উল্লেখিত সমস্যার শিকার হয়েছেন থাদের জন্য আমার এই পোস্ট।


চলুন জেনে নিই গুগল এ্যাডসেন্স ভেরিফাই পিনটা না পাওয়ার কয়েকটি কারণ :-


১/ নাম ও টিকানায় ভূল
২/ পোস্ট কোড ভূল দেওয়া
৩/ টিকানা ১ ও ২ এ কিভাবে টিকানা দিতে হয় সেটা না জানা
৪/ গ্রামের পোস্ট কোড দেওয়া, ইত্যাদি!



আমি মাএ ২ মাস ইউটিউভে কাজ করে, একরারেই গুগল এ্যাডসেন্স ভেরিফাই পিনটা পেয়েছি। অনেক ভিডিও টিউটোরিয়াল ইউটিউব থেকে দেখেছি, কিন্তুু কোন কাজে আসেনি। তার কারণ কি জানেন? না অবশ্যই জানেন না। তার একমাএ কারণ হচ্ছে যাঁরা আসলে ভিডিও টিউটোরিয়াল বানান তাঁরা সেখানে আসল বিষয়টা উল্লেখ করে না। তারা শুধু টাকা ইনকাম করার জন্যই ভিডিওগুলো বানাই।


আমি আপনাদের গুগল এ্যাডসেন্স এর টিকানা কিভাবে দিবেন সেটি, এখানে দিয়ে দিচ্ছি। আপনার কাজ হচ্ছে শুধু সেভাবে টিকানাটা আপনার এ্যাডসেন্স এ্যাকাউন্ট এ বসিয়ে দেওয়া।



Name = Md Rahman

Addres Line 1 = House#678/D, Nasirabad


Addres Line 2 = North Khulshi, Road No 5


City = Chittagong


Post Code = 4569


Country = Bangladesh



ঠিক এভাবে আপনার এ্যাডসেন্স এ্যাকাউন্টে টিকানা ব্যবহার করুন ইনশাআল্লাহ ১০০% আপনি আপনার পিন পাবেন।



বি:দ্র:- যেদিন আপনার পিনটা জেনেরেট হবে সেদিন থেকে পোস্ট অফিসের সাথে যোগাযোগ রাখবেন।
যদি আপনি আমার এই পোস্ট অনুসরণ করে সামান্য উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।

ধন্যবাদ


যদি পোস্টটি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।

No comments:

Post a Comment